ভূমি ব্যবস্থাপনায় ভূমি সংক্রান্ত তথ্য ও রেকর্ড হালনাগাদকরণ ও সেবা প্রদানের লক্ষ্যে উপজেলা ভূমি অফিসের রেকর্ডরুম ও নথি ব্যবস্থাপনা হালনাগাদ করা হয়েছে। সুবর্ণচর উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসে সিটিজেন চার্টার দৃশ্যমান স্থানে স্থাপন করা হয়েছে। উন্মুক্ত শুনানির মাধ্যমে ভূমি সেবা গ্রহীতাদের বক্তব্য গ্রহণ করে স্বচ্ছতা আনয়ন করা হয়েছে। ভূমি অফিসে আগত সকল সেবাপ্রার্থীদের বসার জন্য অফিসের সামনে মনোরম কক্ষ স্থাপন করা হয়েছে। সরকারি জমিতে অবৈধ দখলদার উচ্ছেদের জন্য নিয়মিত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি সরেজমিন সরকারি খাস জমি পরিদর্শন করে। প্রকৃত ভূমিহীনদের মাঝে কৃষি খাসজমি বরাদ্দের জন্য এ উপজেলায় সিডিএসপি প্রকল্পের মাধ্যমে ভূমি বন্দোবস্ত দেয়া হচ্ছে। ই নামজারি সিস্টেমের মাধ্যমে ত্রিশ দিনের মধ্যে নামজারি করে দেয়া হচ্ছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS